Principles of Accounting

Assets = Liabilities + Capital (সম্পদ = দায় + মালিকানা স্বত্ব)

এটাই হিসাববিজ্ঞানের ভিত্তি। প্রতিটি লেনদেন এই সমীকরণকে প্রভাবিত করে কিন্তু ভারসাম্য নষ্ট করে না।

চ্যাপ্টার সামারি (Bangla + English)

হিসাববিজ্ঞান ব্যবসায়ের ভাষা। এটা ছাড়া কোনো ব্যবসায় টিকে থাকতে পারে না। প্রথম চ্যাপ্টারে আমরা শিখলাম হিসাববিজ্ঞান কী, কেন দরকার, কারা ব্যবহার করে, এবং এর মৌলিক সমীকরণ। পরের চ্যাপ্টার থেকে আমরা লেনদেন রেকর্ড করা, জার্নাল, লেজার ইত্যাদি শুরু করব।

Bookmark