Principles of Accounting

“Accounting is the language of business.” – Warren Buffett

  • এটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবসায়ের সব আর্থিক লেনদেন (টাকা আসা-যাওয়া) রেকর্ড করা হয়, সংক্ষেপ করা হয়, বিশ্লেষণ করা হয় এবং ব্যবসায়ের মালিক, বিনিয়োগকারী, ব্যাংক, সরকার ইত্যাদি সবাইকে বোঝানো হয় যে ব্যবসায়ের আর্থিক অবস্থা কী।

সহজ ভাষায়: যেভাবে আমরা বাংলা বা ইংরেজিতে কথা বলি, ঠিক সেভাবেই হিসাববিজ্ঞানের মাধ্যমে ব্যবসায় তার আর্থিক কথা বলে।

Bookmark